আন্তঃক্লাব শুটিং চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে নৌবাহিনী শুটিং ক্লাব।
পাঁচদিনব্যাপী প্রতিযোগিতা শেষে ৯৪১ স্কোর পেয়ে চ্যাম্পিয়ন হয় তারা। ৯২৮ স্কোরে রানার্সআপ হয় আর্মি শুটিং অ্যাসোসিয়েশন।
রোববার শুটিং স্পোর্ট ফেডারেশনে অনুষ্ঠিত শেষ দিনে পুরুষদের .১৭৭ এয়ার রাইফেল অপশনালে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের ইমরান খান শান্ত স্বর্ণ, বিকেএসপির সালিকিন লিখন রুপা ও সাভার সেনা শুটিং ক্লাবের আল আমিন বিশ্বাস ব্রোঞ্জ জেতেন।
মেয়েদের এই বিভাগে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মঞ্জিলা আক্তার চাঁদনী স্বর্ণ, বিকেএসপির শুটিং ক্লাবের জাফিরাহ খানম চৌধুরী জ্যোতি রুপা ও নৌবাহিনী শুটিং ক্লাবের কানিজ ফাতেমা দিশা ব্রোঞ্জ জেতেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।
এ সময় বসুন্ধরা গ্রুপের সিইও এমএম জসিম উদ্দিন ও ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু উপস্থিত ছিলেন। এবারের আসরে ৪৬টি রাইফেল ও শুটিং ক্লাবের ১৬৩ জন পুরুষ ও ৮১ জন নারী শুটার অংশ নেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।