আগস্টে ওয়েস্ট ইন্ডিজে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে নিউ জিল্যান্ড। সাদা বলের এই দুটি সিরিজের জন্য কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে তারা। ৯ মাস পর সাদা বলের দলের নেতৃত্বে ফেরানো হলো তাকে।
শেষবার রঙিন জার্সিতে উইলিয়ামসনকে দেখা গিয়েছিল গত বছর নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। ২০২০ সালের মার্চের পর থেকে আর ওয়ানডে খেলেননি তিনি। ২০১৪ সালের পর প্রথমবার ক্যারিবিয়ান দ্বীপে খেলতে যাচ্ছে কিউইরা।
উইলিয়ামসনের সঙ্গে টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ডেভন কনওয়ে ফিরেছেন সাদা বলের দলে। সম্প্রতি আয়ারল্যান্ড সফরে দারুণ পারফরম্যান্স করে জায়গা ধরে রেখেছেন অফস্পিনার মাইকেল ব্রেসওয়েল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথম ওভারেই হ্যাটট্রিক করেন তিনি।
নিউ জিল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।