রেকর্ড ফি দিয়ে বার্সালোনা থেকে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমারকে দলে টেনেছিল পিএসজি। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় সম্প্রতি জোর গুঞ্জন উঠেছে নেইমারকে বিক্রি করে দিবে ফান্সের এই জায়ান্ট ক্লাব।
নেইমারও শেষ পর্যন্ত স্বীকার করেছিলেন, ক্লাব ছাড়ার জন্য মানসিকভাবে প্রস্তুত তিনি। তবে এর মধ্যেই জানা গেছে, পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ বেড়ে গেছে। ১ জুলাই তার বর্তমান চুক্তির মেয়াদ বেড়ে ২০২৭ পর্যন্ত গিয়ে ঠেকেছে।
ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, পিএসজির সঙ্গে তার চুক্তির একটি ধারা সক্রিয় করার মাধ্যমে সেটার মেয়াদ বাড়িয়ে নিয়েছেন নেইমার। এছাড়া নেইমার বরাবরই পিএসজিতে তার চুক্তির মেয়াদ পূর্ণ করার উপর জোর দিয়েছেন।
যদিও সাম্প্রতিক সময়ে ফরাসি ক্লাবটির হয়ে তার ফর্ম একেবারে যাচ্ছেতাই, তবুও প্যারিসে থেকেই আবার জ্বলে ওঠার প্রত্যয় নেইমারের। এদিকে নেইমারকে দলে টানতে চেলসি এবং জুভেন্টাস আগ্রহ প্রকাশ করেছে বলে খবর ইউরোপীয় গণমাধ্যমের। তবে এ বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি পিএসজি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।