দাবা অলিম্পিয়াডের চতুর্থ রাউন্ডে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। সোমবার ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ পয়েন্টে ড্র হয়।
ওপেন বিভাগে বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান জয় তুলে নিয়েছেন। হেরেছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।
পুরুষরা ড্র করলেও একইদিন নারী বিভাগের খেলায় ইন্দোনেশিয়ার সঙ্গে ৪-০ পয়েন্ট ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। নারী বিভাগে হেরেছেন নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন, দুই নারী ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, নাজরানা খান ইভা ও নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।