টেনিস দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় তিন তারকা রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ, রজার ফেদেরার লেভার কাপে প্রথমবারের মতো একই দলে খেলবেন।
‘বিগ থ্রি’ খ্যাত এই তিন সুপারস্টারের আরেক সঙ্গী অ্যান্ডি মারেও। ইউরোপের ছয় জন ও অবশিষ্ট বিশ্ব থেকে ছয় জন খেলোয়াড়ের মধ্যে হয়ে থাকে বার্ষিক এই দলীয় টুর্নামেন্ট। এবারের আসরে ইউরোপ দলের চতুর্থ খেলোয়াড় হিসেবে গতকাল শুক্রবার (২২ জুলাই) উইম্বলডন জয়ী জোকোভিচের নাম নিশ্চিত করা হয়।
অস্ট্রেলিয়ান গ্রেট রড লেভারের নামে তিন দিনের এই টুর্নামেন্টের পঞ্চম আসর শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর। নিজের প্রবল তিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে একই দলে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত সার্বিয়ান তারকা জোকোভিচ।
তিনি বলেন, লেভার কাপই একমাত্র প্রতিযোগিতা, যেখানে তাদের সঙ্গে দল হিসেবে খেলা যায়, যারা সাধারণত একে অপরের বিপক্ষে খেলে থাকে। নাদাল, রজার ও অ্যান্ডি- আমার সব সময়ের সবচেয়ে বড় তিন প্রতিদ্বন্দ্বী।
টেনিসের ইতিহাসে এটি সত্যিই অনন্য মুহূর্ত হতে চলেছে। গত দুই দশকে ছেলেদের টেনিসে চার জন মিলে জিতেছেন মোট ৬৬টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।