বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে কেনিয়াকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির শিরোপা জিতলো বাংলাদেশ। লাল-সবুজের জার্সিধারীদের এটি টানা দ্বিতীয় শিরোপা জয়।
বৃহস্পতিবার (২৪ মার্চ) শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ফাইনালে কেনিয়াকে ৩৪-৩১ পয়েন্টে হারিয়ে শিরোপা ধরে রাখল স্বাগতিকরা। গত আসরেও এই কেনিয়াকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
গত বুধবার শহীদ নূর হোসেন ভলিবল আন্তর্জাতিক স্টেডিয়ামে ইরাককে ৫৫-৩৬ পয়েন্ট ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে, শ্রীলঙ্কাকে ৪৯-২৯ পয়েন্টে হারিয়ে কেনিয়া ফাইনালে উঠে। এর আগে ২০২১ সালে প্রতিযোগিতার প্রথম আসরে কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।