ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের মৌসুমে লিগে এটি তাদের অষ্টম ম্যাচ। রোববার (১৮ সেপ্টেম্বর) মেসি-নেইমার-এমবাপ্পেদের প্রতিপক্ষ অলিম্পিক লিঁও। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি লিগে এবারো দারুণ খেলছে। তারকায় ঠাসা দলটি ৭ ম্যাচে ১৯ নিয়ে রয়েছে লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। অন্যদিকে, পিএসজির আজকের প্রতিপক্ষ লিঁওয়ের অবস্থান পাঁচ নম্বরে।

৭ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। ম্যাচটির জন্য শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করেছে পিএসজি। স্কোয়াডে রয়েছেন মেসি, নেইমার, এমবাপ্পে, সার্জিও রামোসরা।