পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজার নীতি ভালো ঠেকছে না সাবেক ক্রিকেটার তানভীর আহমেদের।
সবশেষ ইউটিউব ভিডিওতে ক্ষোভ প্রকাশ করেন সাবেক পাকিস্তানি বোলার। তার মতে, পাকিস্তান জুনিয়র লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে দেশের ক্রিকেটকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন রমিজ।
২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে পাকিস্তানের জার্সিতে ৫ টেস্ট, ২ ওয়ানডে ও এক টি-টোয়েন্টি খেলা তানভীর বলেছেন, ‘জুনিয়র পিএসএল আয়োজনের পরিবর্তে দুই কিংবা তিন দিনের টুর্নামেন্ট আয়োজনের মনোযোগী হওয়া উচিত চেয়ারম্যানের। এমন সব সিদ্ধান্ত নিয়ে তিনি পাকিস্তান ক্রিকেটকে ধ্বংস করতে যাচ্ছেন।’
নিজের যুক্তির ব্যাখ্যা দিতে গিয়ে ৪৩ বছর বয়সী সাবেক ক্রিকেটার বললেন, ‘তরুণ খেলোয়াড়রা ভাববে তাদের লম্বা ফর্মের ক্রিকেটে খেলার প্রয়োজন নেই এবং ছক্কা মারায় থাকবে তাদের ফোকাস। এই মানসিকতা শুধু অনূর্ধ্ব-১৯ ক্রিকেট নয়, অনূর্ধ্ব-১৩ ক্রিকেটেও প্রভাব ফেলবে এবং টাকাপয়সার কারণে তাদের পরিবারের ওপরও এটি ছাপ ফেলবে।’
তানভীর আরো বলেন, ‘বিশ্বের সব মানুষ বলছে যে টি-টোয়েন্টি ক্রিকেট টেস্টকে ধ্বংস করেছে কিন্তু আমাদের চেয়ারম্যান জুনিয়র পিএসএল আয়োজনের চেষ্টা করছেন।’
পাকিস্তানে ড্রপ-ইন পিচ আনার সিদ্ধান্ত নিয়েও রমিজ সমালোচিত হলেন সাবেক বোলারের কাছে, ‘প্রত্যেক নতুন চেয়ারম্যান আসেন নতুন কোনো যুক্তি নিয়ে আসেন, যা পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করে না। তার (রমিজ) ক্ষেত্রেও একই ব্যাপার। ডিপার্টমেন্টাল ক্রিকেটকে পুনরুজ্জীবিত করার বদলে আপনি আনলেন ড্রপ-ইন পিচের ধারণা, যা কাজে লাগেনি।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।