স্প্যানিশ লা লিগায় বুধবার দিবাগত রাতে ওসাসুনাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগা শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেলো লস ব্লাঙ্কোসরা।

ওনাসুনার মাঠে ডেভিড আলাবার শুরুতে করা গোলটি মাদ্রিদকে এগিয়ে দেয়। তবে ওসাসুনার অ্যান্তে বুদিমির ঠিক দুই মিনিট পরেই সমতা ফেরান। এরপর মার্কো অ্যাসেনসিও গোলে আবার এগিয়ে যায় রিয়াল। আর যোগ করা সময়ে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন লুকাস ভাসকেজ।

অবশ্য করিম বেনজেমা দুইবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। তাকে গোল বঞ্চিত করেন ওসাসুনার গোলরক্ষক হেরেরা। তবুও এই জয়ে ৩৩ ম্যাচ থেকে ৭৮ পয়েন্টে নিয়ে টেবিলের শীর্ষেই আছে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। তারা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ১৭ পয়েন্টে ও বার্সেলোনার চেয়ে ১৮ পয়েন্টে এগিয়ে আছে। যদিও বার্সা দুটি ম্যাচ কম খেলেছে।

ওসাসুনার মাঠে ম্যাচের ১২ মিনিটে লিড নেয় রিয়াল। এ সময় গোল করেন ডেভিড আলবা। ১৩ মিনিটের মাথায় সমতা ফেরায় স্বাগতিকরা। এ সময় চিমি আভিলার ক্রস ডিফেন্ডার নাচোকে ডিফ্লেক্ট করে দূর পোস্টে অপেক্ষারত বুদিমিরকে খুঁজে পায়। তিনি গোল করেন।

৩২ মিনিটে ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড লুকা মদ্রিচ জালে বল জড়ান। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ৪৫ মিনিটে মার্কো আসেনসিও গোল করে ব্যবধান ২-১ করে ফেলেন। এটা ছিল আসেনসিওর নবম গোল।

ম্যাচের ৫২ মিনিটে রিয়াল তাদের প্রথম পেনাল্টি পায়। এ সময় চিমি আভিলা হ্যান্ডবল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি নিতে আসেন বেনজেমা। তার নেওয়া শট রুখে দেন হেরেরা। ৫৭ মিনিটের মাথায় আবার পেনাল্টি পায় রিয়াল। এ সময় রদ্রিগোকে বক্সের মধ্যে ফাউল করেন জার্ভি মার্টিনেজ। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। আবারও শট নিতে আসেন বেনজেমা। এবারও বেনজেমাকে হতাশ করেন হেরেরা।

ম্যাচের যোগ করা সময়ে (৯০+৬) লুকাস ভাসকেজ গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় রিয়ালের।