সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। ৫ উইকেট হাতে রেখে ক্যারিবীয়দের লিড এরই মধ্যে ১০৬। দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগে দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। তবে পরের দুটি সেশন ভালো কাটেনি টাইগারদের। এই বিষয়টিই হতাশ করেছে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে।
আরো পড়ুন: পুঠিয়ায় কাভার ভ্যানের চাপায় ভ্যানচালক নিহত ১
দ্বিতীয় দিনের খেলা শেষে ডমিঙ্গো বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের টেস্টগুলো যদি দেখেন, তাহলে দেখতে পাবেন আমরা একটা সেশন খুব ভালো করেছি, পরের সেশনটা আবার খারাপ করছি। আমার মনে হয়, ছেলেরা অনেকটা অধৈর্য। প্রথম সেশনে যেভাবে ওদের চেপে ধরেছিলাম, চাপটা ৯০ ওভার পর্যন্ত ধরে রাখতে পারছে না। লাঞ্চের পরে বোলাররা যেভাবে বোলিং করেছে, এতে আমি সত্যিই হতাশ। ’
তিনি আরো বলেন, ‘দেখুন, ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি আছে। ৮০-৯০ দশকে ওরা বিশ্বের সেরা টেস্ট দল ছিল। তাই ওরা জানে কিভাবে টেস্ট ক্রিকেটটা খেলতে হবে। ওদের আইকনিক ক্রিকেটার আছে টেস্ট ক্রিকেটের। যতদিন আমাদের ওই রকম ক্রিকেটার, ওই রকম সিরিজ জয় পাব না…আমাদের টেস্ট ম্যাচ সংস্কৃতি যেখানে থাকা উচিত সেখানে নেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।