টানা দুই ম্যাচে গোল্ডেন ডাকের পর বেশ সমালোচিত হয়েছিলেন সাকিব আল হাসান। তবে এবার ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। নিজের বিধ্বংসী রূপ দেখালেন সবাইকে।
রোববার (২৫ সেপ্টেম্বর) ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের তৃতীয় ম্যাচে ত্রিনবাগোর বিপক্ষে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে সহজ জয় পাইয়ে দিলেন সাকিব। ব্যাট হাতে ৩৫ রানের পর বল হাতে মাত্র ২০ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও সরাসরি থ্রোয়ে একটি রান আউটও রয়েছে তার নামে পাশে।
আর তাতেই ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৩৭ রানে হারিয়েছে গায়ানা। ম্যাচে সাকিব সেইফার্ট ছাড়াও দুই বিগ হিটার আন্দ্রে রাসেল এবং নারিনের উইকেট শিকার করেন। এছাড়াও ত্রিনবাগোর আরেক তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরানকে রান আউটে প্যাভিলিয়নের পথ দেখান সাকিব। এছাড়াও দলকে জিতিয়ে ম্যাচসেরার পুরস্কারও বাগিয়ে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়।
এদিন ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান তোলে গায়ানা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানেই অল আউট হয়ে যায় ত্রিনবাগো। লক্ষ্য তাড়া করতে নেমে গায়ানা বোলারদের তোপে টিকতে পারেনি ত্রিনবাগো। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো ত্রিনবাগো আর ম্যাচে ফিরতে পারেনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।