ক্রিকেটে চলছে অবসরের মৌসুম। ভিন্ন ভিন্ন ফর্মেট থেকে তামিম ইকবাল, বেন স্টোকসের পর এবার অবসরের ঘোষণা দিলেন উইন্ডিজ ব্যাটার লেন্ডল সিমন্স।

দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টেনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন তিনি। সোমবার (১৮ জুলাই) অবসরের খবরটি নিজেই নিশ্চিত করেন সিমন্স। সিমন্সের ঘোষণার দিনই তার প্রাক্তন সতীর্থ দিনেশ রামদিন ওয়েস্ট ইন্ডিজের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সিমন্সের অভিষেক হয় ২০০৬ সালের ডিসেম্বরে, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে। অভিষেক ম্যাচে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে গেলেও, এই ফরম্যাটে পরের ৬৭ ম্যাচে দুটি সেঞ্চুরি করেছেন সিমন্স। তিনি তার সংক্ষিপ্ত আট ম্যাচের টেস্ট ক্যারিয়ারে কখনই পঞ্চাশের গণ্ডি পেরুতে পারেননি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে সিমন্স বেশ আধিপত্য দেখিয়েছেন।

২০১২ এবং ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সিমন্স ওপেনিং ব্যাটার হলেও তিন ফরম্যাটেই বল করেছেন। ৩৭ বছর বয়সী এই ব্যাটার সাফল্যের সাথে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করেছেন। ২০১৫ এবং ২০১৭ সালে মুম্বাই ইন্ডিয়ান্সকে আইপিএল শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।