অবসরের পর নিজের আত্মজীবনী প্রকাশ করেছেন রস টেলর। ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ নামের সেই আত্মজীবনীমূলক বইয়ে অনেক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন এই সাবেক কিউই ক্রিকেটার।
সেই বইয়ের বর্ণবাদের কথায় তোলপাড় হয়েছে পুরো ক্রিকেট বিশ্বে। এবার আলোচনায় নতুন মোড়। রাজস্থান রয়্যালসের মালিকের বিরুদ্ধে চড় মারার অভিযেগ তুলেছেন টেলর। রাজস্থানের পক্ষে আইপিএল খেলেছেন টেলর। তিনি আইপিএলে খেলেছেন মোট ৫৫টি ম্যাচ। এছাড়া দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন তিনি।
আত্মজীবনীতে রাজস্থান রয়্যালসের মালিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন টেলর। পাঞ্জাব কিংসের (তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব) বিরুদ্ধে এক ম্যাচে রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান রাজস্থানের পক্ষে খেলা টেলর। তিনি শূন্য রানে আউট হওয়ায় তার ওপর ক্ষেপে যান রাজস্থান রয়্যালসের মালিক। মেজাজ হারিয়ে টেলরকে কমপক্ষে তিন থেকে চারটি থাপ্পড় মারেন তিনি।
টেলর তার আত্মজীবনীতে লিখেছেন, মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের ম্যাচ ছিল। রাজস্থানের লক্ষ্য ছিল ১৯৫ রান। আমি শূন্য রানেই এলবিডব্লিউ হয়েছিলাম এবং আমরা সেই রান তাড়া করতে পারিনি। তারপর দলের খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও ম্যানেজমেন্ট হোটেলের ছাদে বারে ছিল। সেখানে ওয়ার্নারের সাথে ছিলেন লিজ হুরলি।
সেখানে রাজস্থান রয়্যালসের একজন মালিক আমাকে বলেছিলেন যে, রস আমরা তোমাকে এক মিলিয়ন ডলার দিবো না কারণ তুমি শূন্য রানে আউট হয়েছ এবং এটা বলে তিনি আমার মুখে তিন থেকে চারটি থাপ্পড় মেরেছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।