বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
২৫ ও ২৭ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম অনুষ্ঠিতব্য দুই ম্যাচের সিরিজকে সামনে রেখে বুধবার (২১ সেপ্টেম্বর) ১৭ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই দলে নেই অধিনায়ক সাকিব আল হাসান। তাকে ছাড়াই দল ঘোষণা করেছে বিসিবি।
সাকিবের অনুপস্থিতিতে আরব আমিরাতের বিপক্ষে এই সিরিজে টাইগারদের নেতৃত্বে থাকবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। এ সফরে সুযোগ মিলেছে সৌম্য সরকার, রিশাদ হোসেন ও শরিফুল ইসলামের।
বাংলাদেশ দল
নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।