![জিম্বাবুয়ের উদ্দেশে আজ দ্বিতীয় ধাপে দেশ ছাড়বে টাইগাররা](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/07/dkk587-6.jpg)
জিম্বাবুয়ের উদ্দেশে আজ দ্বিতীয় ধাপে দেশ ছাড়বে টাইগাররা
জিম্বাবুয়ের উদ্দেশে আজ দ্বিতীয় ধাপে দেশ ছাড়বে টাইগাররা
টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ খেলতে মধ্যরাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছে তিন ক্রিকেটারসহ পাঁচজনের প্রথম বহর। আজ একই সময় দেশ ছাড়বেন দলের বাকি সদস্যরা।
সোমবার (২৬ জুলাই) রাতে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রা করেন হাসান মাহমুদ, মুনিম শাহরিয়ার ও নাজমুল হোসেন শান্ত। তাদের সাথে যান টিম ম্যানেজার নাফিজ ইকবাল ও একজন ফিজিও। মঙ্গলবার একই সময় দেশ ছাড়বেন দলের বাকি সদস্যরা। ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টি দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ। পরের দিনই দ্বিতীয় ম্যাচ।
একদিন বিরতি দিয়ে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি হবে ২ জুলাই। সমান ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে ৫, ৭ ও ১০ জুলাই। সর্বশেষ ২০২১ সালে জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ দল। সেবার টেস্ট ও ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজ জিততে পারে ২-১ ব্যবধানে।
বাংলাদেশের ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম।
টি-টোয়েন্টি দল
এনামুল হক, মুনিম শাহরিয়ার, লিটন দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন ও নাসুম আহমেদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।