আসন্ন এশিয়া কাপের লক্ষ্যে আজ (২৩ আগস্ট) বিকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২৭ আগস্ট শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এশিয়া কাপের ১৫তম আসর।
৩০ আগস্ট শারজায় আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবে টিম টাইগার। এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে ছয়টি দল। যার মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও আফগানিস্তান সরাসরি এবং একটি দল বাছাই পর্ব থেকে আসবে।
তিন দল করে দুই গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে মাঠের লড়াই। গ্রুপ পর্বে বাংলাদেশের দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। আফগানদের পর ১লা সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সাকিববাহিনী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।