![সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে টাইগাররা](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/07/dkk645-4.jpg)
সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে টাইগাররা
সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে টাইগাররা
স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে লজ্জাজনক হারের পর প্রথম ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বুধবার (১৩ জুলাই) দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ জয় নিশ্চিত করবে টাইগাররা।
গায়ানাতে প্রথম ম্যাচে ক্যারিবীয়দের বল হাতে ১৪৯ রানে বেঁধে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় তামিম বাহিনী। তবে এমন জয়ের পরও খুব খুশি নন অধিনায়ক। কারণ ব্যাটিং-বোলিং ভালো হলেও ফিল্ডিং ছিল হতাশ করার মতো। তামিম বলেন, ‘আরও অনেক জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আরও একটি ভালো দলের সঙ্গে খেলা হলে এই ক্যাচগুলোর অনেক চড়া মূল্য দিতে হতে পারে।
আগেও দুর্ভাবনার কথা বলেছি যে, এটা বন্ধ হতে হবে বা কমে আসতে হবে। কারণ চার-চারটা ক্যাচ ছেড়ে এভাবে হয় না। আমরা হয়তো ১১৫ রান তাড়া করতাম ক্যাচ না ছাড়লে।’ প্রথম ম্যাচে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়। তাই ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪১ ওভারে। শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ৪১ ওভারে স্বাগতিকরা ৯ উইকেটে করে ১৪৯ রান। সহজ লক্ষ্য ৩১.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে টপকে যায় বাংলাদেশ। জানা গেছে, আজও একাদশে কোনো পরিবর্তন আসবে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।