সম্প্রতি ব্যালন ডি’অর-২০২২ এর জন্য ৩০ সদস্যের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় স্থান পাননি সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। ২০০৫ সালের পর এই প্রথম ব্যালন ডি’অরের তালিকায় স্থান হলো না তার।

তালিকায় জায়গা পাননি তার প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) সতীর্থ নেইমার দ্য সিলভা জুনিয়রও। তবে আছেন কালিয়ান এমবাপে। গত মৌসুমে পিএসজির হয়ে মেসি ৩৪ ম্যাচে ১১ গোল করেছিলেন। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো ৩১ ম্যাচে ১৮ গোল করে স্থান পেয়েছেন তালিকায়। তালিকায় আছেন এবারের ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকা করিম বেনজেমা। তিনি গেল মৌসুমে সব মিলিয়ে ৪৪ গোল করেছিলেন।

রিয়ালকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতানোর পাশাপাশি লা লিগার শিরোপাও জিতিয়েছিলেন। পাশাপাশি রিয়াল থেকে তালিকায় স্থান পেয়েছেন থিবাউট কোর্তোয়া, ভিনিসিউস জুনিয়র, কাসেমিরো ও লুকা মদ্রিচও। আগামী ১৭ অক্টোবর প্যারিসে গালা অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যালন ডি’অরের পুরস্কার দেয়া হবে। তার আগে চলুন দেখে নেয়া যাক ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা।