জিম্বাবুয়ে সফরের স্কোয়াডেও জায়গা হলো না কোহলিরনেই বিরাট কোহলি। ভারতের এই তারকা ক্রিকেটারকে আবার বিশ্রাম দেয়া হলো।
শনিবার (৩০ জুলাই) জিম্বাবুয়ের বিরুদ্ধে একদিনের সিরিজের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি। তিন ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। বিশ্রাম দেয়া হয়েছে দলের বেশ কয়েকজন প্রথম সারির ক্রিকেটারদের। রোহিত শর্মা, বিরাট কোহলি ছাড়াও এই তালিকায় রয়েছেন যাশপ্রীত বুমরাহ, ঋষভ পান্ত, হার্দিক পাণ্ডিয়া।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে একদিনের দল খেলেছিল, প্রায় সেই দলই রাখা হয়েছে। তবে দীর্ঘদিন পর চোট সারিয়ে দলে ফিরছেন দীপক চাহার। আইপিএলের আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। জিম্বাবুয়ে সিরিজে দলে ফিরছেন ওয়াশিংটন সুন্দরও।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।