টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল ইংল্যান্ড।
রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্নে ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামে।
এবারের বিশ্বকাপে ১৬টি দল অংশ নেয়। ১২টি দল খেলে বিশ্বকাপের মূলপর্বে। দীর্ঘ এক মাসের লড়াইয়ে যারা নিজেদের সেরাটা উজার করে দিয়ে খেলেছেন তাদের নিয়েই সাজানো হয়েছে সেরা একাদশ।
সেরা একাদশে আছেন- চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ভারতের ৩ জন করে, রানার্সআপ দল পাকিস্তানের দুইজন। এছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের একজন করে।
বিশ্বকাপের সেরা একাদশে আছেন- অ্যালেক্স হেলস, জস বাটলার, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, গ্লেন ফিলিপস, সিকান্দার রাজা, শাদাব খান, এনরিখ নর্টজে, মার্ক উড, শাহিন শাহ আফ্রিদি ও আর্শদীপ সিং।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।