বাংলাদেশকে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা জিম্বাবুয়ে এবার হারাতে চায় শক্তিশালী ভারতকেও। আগামী বৃহস্পতিবার (১৮ আগস্ট) থেকে শুরু হচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে ও ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

এই সফরে রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শ্রেয়াস আইয়ার এবং জসপ্রিত বুমরাহের মতো প্রথম সারির খেলোয়াড়দের দলে রাখা হয়নি। এশিয়া কাপের ফিট থাকার জন্য বিশ্রামে রয়েছেন তারা। এই সিরিজে ভারতকে হারানোর হুংকার দিয়েছে জিম্বাবুয়ের তারকা খেলোয়াড় ইন্নোসেন্ট কাইয়া। জিম্বাবুয়ের টপ অর্ডারের ব্যাটার কাইয়া বলেন, ‘ভারতের বিপক্ষে আমরা ২-১ ব্যবধানে সিরিজ জিতব।

আমি এই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চাই, শতক হাঁকাতে চাই। সহজ পরিকল্পনা। কদিন আগেই ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। সেই সিরিজের দারুণ একটি শতকও হাঁকিয়েছিলেন কাইয়া। ভারতের বিপক্ষেও তা-ই করতে চান তিনি।