ফুটবল জগতে যে ক’টি ঐতিহ্যবাহী রীতি আছে, তার মধ্যে অন্যতম হলো ক্লাব জগতের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ এল ক্লাসিকো। কাতালুনিয়ার ক্লাব বার্সেলোনা এবং স্পেনের রাজকীয় ক্লাব রিয়াল মাদ্রিদের মধ্যকার এই ম্যাচটি শত বছর ধরে পৃথিবীকে দুইভাগে বিভক্ত করে আসছে।
মেসি-রোনালদো দুই মহাতারকার বিদায়ে আলো কিছুটা কমলেও এই ম্যাচ ঘিরে মানুষের আগ্রহ এখনও কমেনি। পয়েন্ট টেবিলের দিকে তাকালে চলতি মৌসুমে উড়তে থাকা রিয়ালের সামনে ‘ডুবতে চলা’ বার্সাকে খুঁজেই পাওয়া যাচ্ছেনা।
কিন্তু এসব ম্যাচের আগে পরিসংখ্যানও খুব একটা কাজে লাগে না। এল ক্লাসিকো দ্বৈরথে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে আজ রোববার (২০ মার্চ) মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। দিবাগত রাত ২টায় রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু-তে বার্সেলোনাকে আতিথেয়তা দেবে রিয়াল।
এই ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে রিয়াল শিবির। হাই ভোল্টেজ এই ম্যাচে রিয়ালের হয়ে খেলা হবে না দলটির সবচেয়ে বড় তারকা করিম বেনজেমার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।