ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এভারটনের ঘরের মাঠে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।
দলের জয়সূচক গোলটি করেছেন ফিল ফোডেন। ২৭ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট হলো ৬৬। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল।
২৫ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে চেলসি। দিনের আরেক ম্যাচে ওয়াটফোর্ডের সঙ্গে গোলশূন্য ড্র করা ম্যানচেস্টার ইউনাইটেড ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। পাঁচ নম্বরে আর্সেনালের ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।