পাইকগাছার কপিলমুনির ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কেকেএসপি’র পরিচালনায় উদ্বোধন হলো মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প-২০২৩।সোমবার ৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ ও কপিলমুনি কলেজ ফুটবল মাঠে এ মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন ২নং কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দ্দার।প্রশিক্ষক হিসেবে রয়েছেন সাবেক জাতীয় ফুটবল কোচ শামসুদ্দোহা চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং লতা ইউনিয়নের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস,আরো উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যাক্তিবর্গ,শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রধানগণ,কেকেএসপি’র পৃষ্ঠপোষক,সাংবাদিক ও স্থানীয় সুধীবৃন্দ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য প্রদান করেন কেকেএসপি’র সভাপতি শেখ আবদুর রশীদ।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেকেএসপি’র সাধারণ সম্পাদক এম. বুলবুল আহমেদ,সার্বিক সহযোগিতায় ছিলেন কার্যনির্বাহী পরিষদের ও কেকেএসপি’র সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্য,প্রায় দেড় শতাধিক প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিচ্ছে বলে কেকেএসপি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।