শেষ হয়েছে কাতার বিশ্বকাপ, শিরোপা নিয়ে বাড়ি গেছেন মেসিরা। এছাড়াও বিশ্বকাপের প্রায় সকল ক্যাটাগরির পুরস্কারও দেয়া হয়েছে। বাকি ছিল আসরের সেরা গোল কোনটি, সেই প্রশ্ন।
গত ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে যে গোলটি করেছিলেন রিচার্লিসন, সেটি যে ফুটবলপ্রেমীদের চোখে লেগে থাকবে ছবির মতো। ওই গোলটিই বিশ্বকাপের সেরা নির্বাচিত হয়েছে।
এবারের বিশ্বকাপে অধিকাংশ ম্যাচ শেষ হয়েছে রোমাঞ্চ ছড়িয়ে। কিন্তু মনে রাখার মতো গোলের দেখা মিলেছে কম। তবে যে অল্প কয়েকটি গোলে রোমাঞ্চের দেখা মিলেছে, তার মধ্যে সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসনের ওভারহেড গোলটি নিঃসন্দেহে শীর্ষেই থাকবে। ভোটাভুটিতেও ওই গোলটিরই জয় হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।