ছেলেদের ফুটবলে দাপটে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ব্রাজিল। মেয়েদের ফুটবলেও মার্তার দল পেয়েছিল শেষ আটের টিকিট। তবে ফিরতে হলো কোয়ার্টার ফাইনাল থেকে। গতকাল কানাডার কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরেছে তারা। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র ছিল ম্যাচটি। কানাডার গোলরক্ষক স্তেফানি লাব্বে ঠেকিয়েছিলেন ব্রাজিলের আন্দ্রেসসা ও রাফায়েল্লার শট। মার্তা, দেবিনহা ও এরিকা সফল স্পট কিক নিলেও দলের বাদ পড়া ঠেকাতে পারেননি তাই। অলিম্পিক ফুটবলে ব্রাজিলের মেয়েদের দলের সেরা সাফল্য ২০০৪ ও ২০০৮ সালে রুপা জেতা। এবারও পূরণ হলো না সোনার স্বপ্ন। রুদ্ধশ্বাস অপর সেমিফাইনালে যুক্তরাজ্যকে ৪-৩ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। এলেন হোয়াইট হ্যাটট্রিক করেও বাঁচাতে পারেননি যুক্তরাজ্যকে। অপর ম্যাচে ২-২ সমতার পর টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে যুক্তরাষ্ট্র
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।