এবারের বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন সিলেট স্ট্রাইকার্সের দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং তৌহিদ হৃদয়। প্রথম চার ম্যাচ শেষে এই দুই ব্যাটসম্যানই আছেন রান সংগ্রহের শীর্ষে। অষ্টম ম্যাচে এসে প্রথমবার ২০০ রানের মুখ দেখল টুর্নামেন্টটি।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ২০১ রান করেছে মাশরাফি-মুশফিকের সিলেট স্ট্রাইকার্স। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নাসির হোসেনের ঢাকাকে ২০২ রানের লক্ষ্য দিয়েছে সিলেট। ব্যাট হাতে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে এই বড় রানের মূল কারিগর তৌহিদ হৃদয়।
দিনের শুরুতে অবশ্য শুরুতেই উইকেট হারিয়ে ফেলে সিলেট। দলটির পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ হারিস মাত্র ৬ রান করে তাসকিনের বলে আউট হয়ে ফেরেন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে শান্ত এবং হৃদয় ৮৮ রান যোগ করেন। এই ম্যাচ জিততে হলে ঢাকাকে করতে হবে ২০২ রান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।