জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার
২১ নং ঢোলারহাট ইউনিয়নের খড়িবাড়ি শালবাগান এলাকায় ডোমিনো স্কুলে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
ডোমিনো স্কুল বাংলাদেশ খড়িবাড়ি শাখার প্রধান শিক্ষক সবুজ দেব শর্মার সভাপতিত্ব এ সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ডোমিনো স্কুল বাংলাদেশ কান্ট্রি কোঅর্ডিনেটর সুদান শিকদার, ডোমিনো ফাউন্ডেশন জার্মানি এর চেয়ারম্যান
লুকাস ডি নুনজিও, ডোমিনো ফাউন্ডেশন জার্মানি এর সাবেক চেয়ারম্যান ডা. রোলান্ড টিল্যে, আমেরিকার গ্রামি এওয়ার্ড বিচারক মণ্ডলীর সদস্য ও বোর্ড মেম্বার অব ডোমিনো জার্মানি ফাউন্ডেশন গুনথার মাইকেল হ্যান্ডস্লার ও ডা.কর্নেলি হ্যান্ডস্লার, ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক জয় মহন্ত অলক।
এ সময় বক্তারা বলেন আজকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ প্রত্যেক টি শিশুকে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। এই শিশুরা আগামী দিনে বড় হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ পরিচালনা করবে।
এরপর স্কুল প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে অতিথি সহ
অংশগ্রহণ করেন স্কুলটির বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।