বাংলাদেশ ভলিবল ফেডারেশন আয়োজিত আন্তঃকলেজ ও বিশ্ববিদ্যালয় নারী ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ২৫-১০, ২৫-১৩ পয়েন্টে (২-০ সেটে) পরাজিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
এর আগে প্রথম সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয় ২-০ সেটে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে ও দ্বিতীয় সেমিফাইনালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২-১ সেটে সাউথ ব্রিজ স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করেছে।
প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। স্থান নির্ধারণী ম্যাচে তারা ২-১ সেটে হারিয়েছে সাউথ ব্রিজ স্কুল অ্যান্ড কলেজকে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়ত্রী সরকার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।