ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা দারুণ করেছে টটেনহ্যাম হটস্পার। রবিবার রাতে নিজেদের মাঠে ১-০ গোলে হারিযেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে। দলের সেরা তারকা হ্যারি কেইনকে ছাড়াই মাঠে নামে টটেনহ্যাম। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ৫৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ে গোল করেন দক্ষিণ কোরিয়া তারকা ফরোয়ার্ড হিউং-মিন সন।
ম্যাচে আধিপত্য বিস্তার করলেও কোনো গোলের দেখা পায়ন টিসি। ম্যাচের ৬৬ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল তারা। গোলপোস্টে মাত্র ২টি শট করেই গোলের দেখা পেয়েছে টটেনহ্যাম। তবে ৫টি শট করেও গোল করতে ব্যর্থ সিটির খেলোয়াড়রা।
টটেনহ্যাম মাত্র ৩টি কর্নার পেলেও ১১টি কর্নার পেয়েছে সিটি। তবু হার নিয়েই মাঠ ছাড়তে হয় পেপ গার্ডিওলার দলকে। এদিকে, প্রিমিয়ার লিগে দিনের অন্য ম্যাচে বড় জয় পেয়েছে ওয়েস্ট হ্যাম। নিউক্যাসেল ইউনাইটেডকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগের নতুন আসর শুরু করেছে ডেভিড ময়েসের দল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।