নারীদের টি-টোয়েন্টি কমনওয়েলথ গেমস কোয়ালিফায়ার ২০২২ এ খেলছে বাংলাদেশ নারী দল। এই টুর্নামেন্টে খেলতে যাবার আগে বিতর্ক কম হয়নি, জাহানারা আলম, খাদিজাতুল কুবরাদের বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হয়নি। তবে মাঠের বাইরের ঘটনার প্রভাব পড়েনি মাঠের খেলায়।
নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়া নারী দলকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। স্বাগতিকদের ৪৯ রানে আটকে দিয়ে ৮ ওভারেই জয়ের বন্দরে নোঙর ফেলেছে নিগার সুলতানা জ্যোতির দল। কুয়ালালামপুরের কিনরারা ওভালে টসে জিতে আগে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ কাপ্তান নিগার সুলতানা।
ফরম্যাট টা টি-টোয়েন্টি হলেও বাংলাদেশের বোলারদের সামনে হাত খুলে খেলতে পারেননি মালয়েশিয়ার নারীরা। নির্ধারিত ২০ ওভার ব্যাট করলেও ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৪৯ রান জমা করতে সমর্থ হয় তারা। বাংলাদেশের পক্ষে ২ টি করে উইকেট নেন সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ। জবাব দিতে নেমে ১২ ওভার ও ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
কলম কথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।