কুড়িগ্রামে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার সকালে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
প্রতিযোগিতায় কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা থেকে বিজয়ী ক্রীড়াবিদরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করছে। বিজয়ীরা আগামী ৬ মার্চ থেকে রংপুরে বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। জেলার সাড়ে ৩ শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মনোজ্ঞ ডিসপ্লে, খেলাধুলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম স্থানীয় সরকারি বিভাগের উপ-পরিচালক জিলুফা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।