অনলাইন ডেস্ক: সম্প্রতি লিওনেল মেসির ব্যক্তিগত প্লেনে রাষ্ট্রীয় সফরে মেক্সিকোতে গিয়েছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। এ নিয়ে নিজ দেশে অনেক বাঁকা কথা শুনতে হচ্ছে আলবার্তোকে।

জানা গেছে, মেক্সিকোর ২২০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর আমন্ত্রণ পেয়েছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু বিপত্তি বাধে যখন সফরের জন্য আর্জেন্টিনার প্রেসিডেন্ট বেছে নেন মেসির প্রাইভেট প্লেন।

শোনা যাচ্ছে, ৪ দিনের জন্য প্লেন ভাড়া বাবদ মেসি নিজ দেশের প্রেসিডেন্টের কাছ থেকে নিয়েছেন ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এ খবর প্রকাশ্যে আসতেই সরকারি প্লেন থাকতে মেসির প্লেনে ভ্রমণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন আলবার্তো ফার্নান্দেজ।
উল্লেখ্য, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র থেকে প্লেনটি কিনেছেন মেসি। বিলাসবহুল প্লেনটির বর্তমান মূল্য ১৫ মিলিয়ন মার্কিন ডলার। প্লেনটিকে বিলাসবহুল একটি ঘর বলাই ভালো। বিলাসের সমস্ত সুবিধা সেখানে বিদ্যমান। প্লেনের গায়ে বড় হরফে জার্সির ‘১০’ নম্বর লেখা।

সূত্র : মার্কা।