হতে পারে এটা পেপ গার্দিওলার বিনয়। ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে ১২ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে শীর্ষস্থান সুসংহত করার পরও ম্যানসিটির কোচের প্রতিক্রিয়া, ‘আমরা বিশ্বের সেরা ক্লাব নই।’

গত পরশু নিজেদের মাঠে রিয়াদ মাহরেজ (৪০ মিনিটে পেনাল্টিতে) এবং কেভিন ডি ব্রুইনার (৬৯ মিনিটে) গোলে সিটি জয়ী হয় নবাগত ব্রেন্টফোর্ডের বিপক্ষে। লিভারপুল থেকে ১২ পয়েন্টে এগিয়ে থাকা সিটির স্প্যানিশ কোচ গার্দিওলা ম্যাচ শেষে বলেন, ‘আমি বোকা নই যে, জেতার পর অন্যদের চেয়ে নিজের দলের প্রশংসা করব।’

২৪ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট পাওয়া সিটি শীর্ষস্থান আরও মজবুত করেছে। তাদের থেকে দুই ম্যাচ কম খেলা লিভারপুলের অর্জন ৪৮ পয়েন্ট। দিনের অপর ম্যাচে টটেনহাম ২-৩ গোলে হেরেছে সাউদাম্পটনের কাছে।

ফাইনালে চেলসি

রোমেলু লুকাকুর দেওয়া একমাত্র গোলে সৌদি আরবের আল হিলালকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল চেলসি। দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন পালমেইরাস ফাইনালে ব্ল–জদের প্রতিপক্ষ। বুধবার আবুধাবিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের ৩২ মিনিটে গোলটি করেন বেলজিয়ান ফরোয়ার্ড লুকাকু।

আবুধাবিতে আসার আগে পাঁচ ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছিলেন রেকর্ড ট্রান্সফার ফি’তে চেলসিতে যোগ দেওয়া লুকাকু। প্রথম সেমিতে ব্রাজিলের পালমেইরাস ২-০ গোলে হারায় মিসরের আল আহলি ক্লাবকে। ফাইনাল আগামীকাল।

 

কলমকথা/সাথী