![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/04/kk1-5.jpg)
আইসিসির সবশেষ বোর্ড মিটিংয়ে চূড়ান্ত হয়ে গেল দুই বছর পর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই প্রক্রিয়া। ১৬টি থেকে বেড়ে এবারই প্রথমবার অংশ নিচ্ছে ২০টি দল। এর মধ্যে ১২টি দল সরাসরি টিকিট পাবে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের আয়োজনে হবে এই প্রতিযোগিতা। স্বাগতিক হিসেবে এই দুটি দল আগেই নিশ্চিত করে ফেলেছে মূল পর্ব। আর এই অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপের সেরা আটটি দল যুক্ত হবে তাদের সঙ্গে।
বাকি দুটি জায়গা পূরণ হবে এই বছরের ১৪ নভেম্বর শেষে পরবর্তী সেরা র্যাংকিংধারী দুটি দলকে দিয়ে। যদি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ আসন্ন বিশ্বকাপের সেরা আট দলের মধ্যে থাকে, তখন নির্ধারিত সময়ের মধ্যে আইসিসি র্যাংকিংয়ের পরবর্তী সেরা তিনটি স্থানে থাকা দলগুলো অংশ নিবে। আর যদি উইন্ডিজ সেরা আটে থাকতে না পারে তাহলে র্যাংকিং তালিকায় থাকা সেরা দুটি দল যোগ্যতা অর্জন করবে। ২০ দলের লড়াইয়ে বাকি ৮টি জায়গা পূরণ হবে আইসিসির আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে। সেখানে আফ্রিকা, এশিয়া ও ইউরোপ থেকে দুটি করে দলের পাশাপাশি আমেরিকা ও পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি করে দল জায়গা করে নিবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।