
আগামী ১ এপ্রিল শুক্রবার চট্টগ্রামের ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এমবিবিএস ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে কতিপয় নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বুধবার (৩০ মার্চ) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়,পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে এবং পরীক্ষা শেষে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর প্রকৃতি বহন ও ব্যবহার, মিছিল, সভা-সমাবেশ অনুষ্ঠান, উচ্চস্বরে চিৎকার, হৈ-চৈ, গান-বাজনা, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোন শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিবর্গের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
তবে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ও নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং তদুপলক্ষে সরকারি দায়িত্ব পালনরত কর্মকর্তা কর্মচারীবৃন্দ এ নিষেধাজ্ঞার বর্হিভূত থাকবে।বিষয়টি নিশ্চিত করেছে সিএমপি’র জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহাদত হুসেন রাসেল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।