কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪৪৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ মে) বিকেলে কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন তাদের আটক করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল-গিয়াস জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে মিনি ট্রাক করে তারা সমুদ্র সৈকতসহ আশপাশের বিভিন্ন এলাকায় চলে আসে।

তিনি আরও জানান, সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রোহিঙ্গারা পর্যটকদের বিরক্ত করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। এ পর্যন্ত প্রায় ৪৪৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই শিশু। আইনি প্রক্রিয়া শেষে আটকদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে। তবে পুলিশের অভিযান চলছে।