ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, বাংলাদেশে অপরাধমুক্ত একটি স্মার্ট সমাজ গড়ার জন্য পুলিশের পাশাপাশি সাংবাদিকেরাও কাজ করে যাচ্ছেন। এভাবে পুলিশ ও সাংবাদিক মিলে কাজ করে বাংলাদেশে অপরাধমুক্ত একটি স্মার্ট সমাজ গড়ে তুলতে চান।
অপরাধ নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে রোববার দুপুরে এ কথা বলেন ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘৭ জানুয়ারি দেশে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার উন্নয়নের আলোড়ন সৃষ্টি করেছে। আমরা এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে অপরাধমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে পুলিশ ও সাংবাদিকেরা একসঙ্গে কাজ করে যাবে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।