বাংলাদেশসহ ৮২ দেশের নাগরিকদের জন্য এর সাতদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন ছিল ভারতে। এছাড়া পৌঁছানোর পরই করতে হতো আরটি-পিসিআর টেস্ট। এই বাধ্যতামূলক কোয়ারেন্টিন, আরটি-পিসিআর টেস্ট বাতিল করেছে ভারত।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দেশটির সরকার নতুন এই বিধিমালা গ্রহণ করেছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী, ভারতের এয়ার সুবিধা ওয়েব পোর্টাল থেকে সব বিদেশি যাত্রীদের ফরম পূরণ করতে হবে। সেখানে ১৪ দিনের মধ্যে কোথায় ভ্রমণ করচেহ সেই তালিকা দিতে হবে।
এছাড়া দুই ডোজ করোনা টিকা নেওয়ার সনদ, শুরুর ৭২ ঘণ্টার মধ্যে করা আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্টও ওয়েবসাইটে আপলোড করতে হবে। বাংলাদেশ, কানাডা, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, হংকং সহ ৮২টি দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।