নতুন করে রিমান্ডে নেওয়া হয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের অর্ধডজনেরও বেশি মন্ত্রী-এমপি-ছাত্রনেতা এবং সাবেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এর মধ্যে সর্বোচ্চ পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে সাবেক আইন মন্ত্রী আনিসুল হক, সাবেক সংসদ সদস্য হাজী সেলিম, সাবেক ডিজিএফআই মহাপরিচালক জিয়াউল আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ বুধবার (৩০ অক্টোবর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত এ আদেশ দেন।

হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে তিন দিন, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে চার দিন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে তিন দিন এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রাজধানীর শাহবাগ থানার হত্যা মামলায় আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মোহাম্মদপুর থানার হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে সাধন চন্দ্র মজুমদারকে। শাজাহান খানকে রিমান্ডে নেওয়া হয়েছে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায়।

জিয়াউল আহসানকে রিমান্ডে নেওয়া হয়েছে রাজধানীর নিউমার্কেট থানার হত্যা মামলায়। হাজী সেলিমকে রিমান্ডে নেওয়া হয়েছে রাজধানীর চকবাজার থানার হত্যা মামলায়। একই থানায় হওয়া হত্যা মামলায় তানভীর হাসান সৈকত নতুন করে নেওয়া হয়েছে রিমান্ডে। আর ইনুর রিমান্ড মঞ্জুর হয়েছে রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায়।

এছাড়া নতুন করে তিন মামলায় সাবেক মন্ত্রী দীপু মণিকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে মহানগর দায়রা জজ আদালতে তাকে উপস্থিত করে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত দীপু মণিকে বাড্ডা থানার পৃথক দুই মামলা ও কাফরুল থানার এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মনজুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।

একই দিন যাত্রাবাড়ি থানার মামলায় ডিবির সাবেক ডিসি মশিউর রহমানকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। আর রাজধানীর পল্লবী, রূপনগর, মিরপুর-৯ থানার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সূত্র- নিউজ টোয়েন্টিফোর