বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কারো সাথে যুদ্ধ নয়, তবে আঘাত এলে চুপ করে বসে থাকবে না বাংলাদেশ’। আজ বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় ডিএসসিএসসি কোর্স সমাপনী অনুষ্ঠানে গণবভন থেকে ভার্চুয়ালে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর সদস্যের প্রতি প্রধানমন্ত্রী বলেন, ‘দেশেকে ভালোবাসতে হবে, দেশের জন্য নিবেদিত হতে হবে। মাথা উঁচু করে চলতে হবে’। এছাড়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত আছে বলেও জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।