ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমরা ইতোমধ্যে তিনটি তারিখ নির্ধারণ করে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে প্রস্তাব পাঠিয়েছি। ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারির মধ্যে যেদিন প্রধানমন্ত্রী অনুমোদন করবেন সেদিনই ফল প্রকাশ করা হবে।
এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২১ এর ফল ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, ১১ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করা হবে। আমরা ইতোমধ্যে তিনটি তারিখ নির্ধারণ করে প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে প্রস্তাব পাঠিয়েছি। ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারির মধ্যে যেদিন প্রধানমন্ত্রী অনুমোদন করবেন সেদিনই ফল প্রকাশ করা হবে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা গত বছরের ২ ডিসেম্বর শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হয়। করোনাভাইরাসের কারণে এ পরীক্ষা নেয়া হয় সংক্ষিপ্ত সিলেবাসে।
শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্যসহ অন্যান্য গ্রুপ) তিনটি নৈর্বাচনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে পরীক্ষা হয়েছে। চতুর্থ বিষয়েরও পরীক্ষা নেয়া হয়নি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।