মহামারি করোনা ইস্যুতে কোনো ঝুঁকি না নিতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি সবাইকে মাস্ক পরাসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান সরকারপ্রধান।
সোমবার (১৪ জুন) মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভাটি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদে। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।
প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, করোনা নিয়ে কোনো রকম রিস্ক না নিতে। যারা যেখানে কমফোর্টেবল মনে করবেন তারা সেখানেই যেন ব্লক করে দিয়ে এটাকে থামানোর চেষ্টা করে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী বলছেন, এখন থেকে বলে দাও সবাইকে। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে অথরিটি দিয়ে দেয়া হলো। অলরেডি আমরা চিঠিতে বলে দিয়েছি। উনি আবার রিমাইন্ড করে দিতে বলেছেন। কোনো রকম রিস্ক না নিতে। যেখানে যারা কমফোর্টেবল মনে করবেন তারা সেখানে যেন ব্লক করে দিয়ে এটাকে থামানোর চেষ্টা করে।
‘প্রধানমন্ত্রী সবাইকে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন’ বলেও জানান তিনি।
চলমান বিধিনিষেধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এখনো দুই দিন সময় আছে। তাই আলোচনা হয়নি। সময়টা শেষ হোক তারপর দেখা যাবে কি হয়।
‘‘তবে দেশের করোনা পরিস্থিতি নিয়ে মিটিং ছাড়াও কিছুটা আলোচনা হয়েছে। আমরা অলরেডি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা গভমেন্ট এমনকি আর্মড ফোর্সেস বা ‘ল’ এজেন্সির সবাইকে বলে দিয়েছি তারা স্থানীয়ভাবে বসে, যদি দেখেন কোনো এলাকায় বেশি হচ্ছে (সংক্রমণ) সেই এলাকায় ইমফোর্স করা, ট্রিটমেন্ট বেশি দেয়া বা লকডাউন; যেটা তারা কমফোর্টেবল ফিল করবে সেভাবে। কারণ পুরো দেশতো এখন একভাবে স্প্রেড করছে’’ যোগ করেন মন্ত্রিপরিষদ সচিব।
স্থানীয়ভাবে করোনার টিকা উৎপাদন এবং বিদেশ থেকে টিকা আনার ব্যাপারে কোনো অগ্রগতি আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টিকা নিয়ে বিভিন্ন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। আর বাইরে থেকে টিকা আনার ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রণালয় পরে আপনাদের বিস্তারিত জানাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।