কোনো অভিযান পরিচালনার সময় কাউকে গ্রেপ্তার করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিতে হবে। রোববার এমন নির্দেশনাই দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেপ্তার করতে হবে, পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেপ্তার করা যাবে না।’

অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী ৪ সেপ্টম্বর (বুধবার) থেকে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।

এর আগে গত ২৬ আগস্ট উপদেষ্টা জানিয়েছিলেন, বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। এ ছাড়া বিগত সরকারের আমলে কিছু লাইসেন্স করা অস্ত্রের অপব্যবহার করা হয়েছে। সেগুলোর বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে।