মোঃ জসিম উদ্দিন | খানসামা প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার।
এরমধ্যে প্রথম পর্যায়ে দিনাজপুরেরর খানসামা উপজেলায় নির্মিত মসজিদসহ দেশের ৫০টি মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১০জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে খানসামা উপজেলার সদরে দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে প্রধানমন্ত্রীর পক্ষে খানসামা উপজেলা মডেল মসজিদের নাম ফলক উন্মোচন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সানিউল ফেরদৌস ও উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হোসেইন মোঃ সাফি মন্ডল, ওসি (তদন্ত) মোঃ মমিনুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ্, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ্, ভাবকি ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম,খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু,ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, আলোকঝাড়ি ইউপি চেয়ারম্যান আ স ম আতাউর রহমান,ইসলামিক ফাউন্ডেশন এর উপজেলা ফিল্ড কর্মকর্তা তোফায়েল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।