চট্টগ্রামের সাবেক এমপি ও জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতা শাহজাহান চৌধুরীকে আটক করা হয়েছে।
শনিবার (১৫ মে) ভোররাতে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
তবে তাকে কোন মামলায় আটক করা হয়েছে সেই বিষয়ে জানা সম্ভব হয়নি।সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন আটকের বিষয়টি গণমাধ্যমকে জানালেও কোন মামলায় তাকে আটক করা হয়েছে তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় জামায়াতের মজলিশে সূরার সদস্য শাহজাহান চৌধুরী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।