নতুন শিক্ষাপ্রতিষ্ঠান আগামী মার্চের মধ্যে এমপিওভুক্তি করার লক্ষ্যে কাজ চলছে। এমপিওভুক্তির আবেদন করা প্রতিষ্ঠানগুলোর তথ্য মাঠ পর্যায় থেকে সংগ্রহের কাজ শেষ করার পর আবেদন যাচাইবাছাই এবং কতগুলো প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা যাবে তার হিসাব কষছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় বলছে, কতগুলো প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে তা নির্ভর করছে মোট বরাদ্দের ওপর।
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আড়াইশ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে স্কুল ও কলেজের জন্য ২০০ কোটি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৫০ কোটি টাকা।
এই অর্থ দিয়ে যতগুলো প্রতিষ্ঠান করা যায়, ততগুলোই প্রতিষ্ঠানই এমপিওভুক্তির জন্যে বাছাই করে ঘোষণা করা হবে। এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত সচিব ও বাছাই কমিটির আহ্বায়ক ফৌজিয়া জাফরীন বলেন, নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা মধ্য মার্চে আসতে পারে। আগামী মার্চ মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে নির্বাচিত প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ হতে পারে। এখন প্রতিষ্ঠানের তথ্য যাচাই বাছাই চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।