অননুমোদিত স্যাটেলাইট ও আইপি টিভির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ বাংলাদেশের কয়েকটি অনুমোদনহীন স্যাটেলাইট ও আইপি টিভি চ্যানেল দীর্ঘদিন যাবৎ যারা বিদেশে অর্থপাচার, নিয়োগ বাণিজ্য ও মফস্বল সাংবাদিকদের প্রতারণা করে আসছে।

এরকম ২৩টি চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে তথ্য মন্ত্রণালয়ের আবেদিত আইপিটিভি ও অনলাইন নিউজ- এগুলোর বিরুদ্ধে কোন রকম অভিযান চলবে না। গত ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এমনটাই জানানো হয়েছে।

যে ২৩টি চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে :

১. চ্যানেল এস,

২. কিউটিভি,

৩. সিএনএন বাংলা টিভি,

৪. আলিফ টিভি,

৫. ৭১ বাংলা টিভি,

৬. নতুন সময় টিভি,

৭. মুভি বাংলা টিভি,

৮. চ্যানেল বাংলা টিভি,

৯. আলীবাই টিভি,

১০. চ্যানেল মেট্রো,

১১. ইউরো বাংলা টিভি,

১২. প্রবাসী বাংলা টিভি,

১৩ এমসি টিভি,

১৪, সিপ্লাস টিভি,

১৫. রূপসী বাংলা টিভি,

১৬. জারা টিভি,

১৭. ফাল্গুনী টিভি,

১৮. এনএন টিভি,

১৯. জি বাংলা টিভি,

২০. বিবিসি বাংলা টিভি,

২১. বঙ্গ টিভি,

২২. চ্যানেল টিওয়ান ও

২৩. চ্যানেল ফোর।