বেলুচিস্তানে নিখোঁজ হওয়া পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির সামরিক বাহিনীর ৬ জন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে কোর কমান্ডার কোয়েটা লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী রয়েছেন। এছাড়া অফিসার ও সৈন্যরা ছিলেন।
আইএসপিআর বিবৃতিতে বলেছে, হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ লাসবেলার উইন্ডার অঞ্চলের মুসা গোঠ এলাকায় পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ‘খারাপ আবহাওয়া’র কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া প্রাণঘাতী বন্যায় এ বছর পাকিস্তানে প্রায় ৫০০ মানুষ মারা গেছেন। এরমধ্যে শুধু বেলুচিস্তানেই মারা গেছেন অন্তত ১৫৯ জন। সেনাবাহিনী সেখানে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় নিয়োজিত রয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ টুইট করে বলেন, এ ঘটনায় জাতি গভীর শোকাহত। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান শোক প্রকাশ করেছেন।
সূত্র: ডন, জিও নিউজ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।