ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে আবারও তলব করেছে তেহরান। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষপ এবং নতুন করে লন্ডনের পক্ষ থেকে তেহরানরে ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হলো। খবর ইরনার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপবিষয়ক মহাপরিচালক সোমবার ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে ইরানের পক্ষ থেকে প্রতিবাদ জানান।
আরোও পড়ুন:
মোহনা নার্সিং হোমে ভুল অপারেশনে নবজাতকের মৃত্যুর অভিযোগ
বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী
তিনি ব্রিটিশ রাষ্ট্রদূতকে বলেছেন, কথিত মানবাধিকার ইস্যুতে লন্ডন যে ধরনের ব্যবস্থা নিয়েছে তার বিরুদ্ধে একই রকম ব্যবস্থা নেওয়ার অধিকার তেহরানেরও আছে। এ নিয়ে গত কয়েক মাসে ইরান ব্রিটিশ রাষ্ট্রদূতকে অন্তত তিনবার তলব করল।
এর আগে রোববার সকালে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর ইরানের নৈতিকতা পুলিশের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এছাড়া এই বাহিনীর প্রধান মোহাম্মাদ রুস্তমী চেশমেহ এবং তেহরান ডিভিশনের প্রধান আহমদ মির্জায়িকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
আরোও পড়ুন:
প্রধান শিক্ষকের নিয়োগ বাতিল করতে হাইকোর্টে রীট
নতুন শিক্ষাক্রমের সুফল পেতে সময় লাগবে ১০ বছর : শিক্ষামন্ত্রী
এই দুই পুলিশ কর্মকর্তা ইরানে সম্প্রতি নিহত ২২ বছর বয়সি কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু এবং চলমান সহিংসতা দমনে কঠোর ভূমিকা রেখেছে বলে ব্রিটেন অভিযোগ করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।